News

আইআইইউসি’র ক্যারিয়ার-ডিজিটাল মার্কেটিং বিষয়ে ভার্চুয়াল কর্মশালা শুরু হচ্ছে আজ

আইআইইউসি’র ক্যারিয়ার-ডিজিটাল মার্কেটিং বিষয়ে ভার্চুয়াল কর্মশালা শুরু হচ্ছে আজ

আইআইইউসি’র ক্যারিয়ার-ডিজিটাল মার্কেটিং  বিষয়ে ভার্চুয়াল কর্মশালা শুরু হচ্ছে আজ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ব্যবসায় প্রশাসন বিভাগ (ডিবিএ) ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঢাকা এর যৌথ উদ্যোগে পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে দুদিন ব্যাপী ভার্চুয়াল কর্মশালা শুরু হচ্ছে আজ।বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ”দি আপকামিং ক্যারিয়ার : ডিজিটাল মার্কেটিং” শীর্ষক এই ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বিশেষ অতিথি থাকবেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাসরুরুল মাওলা। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করবেন ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন।


উল্লেখ্য কর্মশালায় প্রায় এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী পৃথক পৃথক সেশনে অংশগ্রহণ করবে। এতে দেশের খ্যাতিমান ডিজিটাল মার্কেটিং এর বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সিইওগণ প্রশিক্ষণ দিবেন এবং ক্লাস নিবেন। ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর সিইও জনাব মনির হোসেনও এ আয়োজনে উপস্থিত থাকবেন।

Recent News